Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিংগীমারী ইউনিয়ন তথ্য বাতায়নের আপনাকে স্বাগতম। তথ্য বাতায়নের কাজ চলমান- যোগাযোগ উদ্যোক্তা- মোসাঃ হাসিনা আক্তার- ০১৭৯৪৯৪৮১২৩


মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সিংগীমারী ইউনিয়ন পরিষদ

হাতীবান্ধা ,লালমনিরহাট।

 

বিষয়ঃ সিংগীমারী ইউনিয়ন পরিষদেরএপ্রিল/১৩ইং মাসের উন্নয়ন  সমন্বয় সভার কার্যবিবরনী ।

সভাপতিঃ জনাব, লহাজ্ব এম.জি.মোসত্মফা,চেয়ারম্যান সিংগীমারী ইউনিয়ন পরিষদ।

( সাধারন সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম লালমনিরহাট জেলা কমিটি)।

স্থান: ইউনিয়ন পরিষদ হল রম্নম।

তারিখঃ ৩০/০৪/১৩ইং        সকাল ১১.০০ টা ।

উপস্থিতিঃ পরিশিষ্ট ক, এ দেখানো হলো ।

              সভাপতি সাহেব সভায়  উপস্থিত  সম্মানিত সদস্যগন কে স্বাগত  জানিয়ে  সভার কার্যক্রম শুরম্ন করেন।সভার শুরম্নতে সাভারের রানা পস্নাজায় নিহতদের স্মরণে শোক প্রসত্মাব গৃহিত হয় এবং ১মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। অতপর  গত সভার কার্যবিবরনী ইউপি সচিব সভায় পাঠ করে  শোনান। কোন  সংশোধনী  না থাকায়  সর্বসম্মতিক্রমে তাহা অনুমোদিত  হয়।  সভায়  নিমণবর্নিত আলোচনা ওসিদ্ধামত্ম গৃহীত হয় । 

ক্রমিক নং

বিভাগ/প্রতিষ্ঠান

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মাবায়ন/ব্যবস্থা গ্রহনে

 

প্রাথমিক শিÿা

 

সহকারী উপজেলা শিÿা অফিসার (অবসর প্রাপ্ত) জনাব মুহম্মদ নুরম্নজ্জামান প্রাথমিক শিÿা  সম্পর্কে  বিসত্মারিত আলোচনা করেন। তিনি জানান প্রাথমিকবিদ্যালয় গুলো পরিদর্শনের জন্য ৬টি টিম গঠন করা হয়েছে।

মোক্তার পাড়া সপ্রাবিপ্রশি জনাব আহেদউজ্জামান, মধ্য সিংগীমারী সপ্রাবিপ্রশি মোছাঃ ফজিলাতুন নেছা এবং উঃ সিংগীমারী সপ্রাবিপ্রশি মোছাঃ মাহফুজা বেগম তাহাদের বিদ্যালয় সম্পর্কীত বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।

 উক্ত আলোচনা সমূহ সর্বসম্মতিতে গৃহিত হয়।

সিংগীমারী ইউনিয়ন পরিষদ/ শিÿা ষ্টান্ডিং কমিটি/ প্রঃশিসপ্রাবি।

 

 

 

 

মাধ্যমিক শিÿা

হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি তাপস চন্দ্র বর্মন ইউনিয়নের একমাত্র বৃহৎ শিÿা প্রতিষ্ঠান আদর্শ উচ্চ বিদ্যালয়ের বন্ধকালীন  সময়ে কোচিং এর ব্যবস্থাসহ বিসত্মারিত ব্যাখ্যা দেন। অনুরম্নপ মাদ্রসায় জে.এস.সি পরীÿার্থীদের ও কোচিং এর ব্যবস্থা করার অনুরোধ জানান।

আলোচনা সমূহ অনুমোদিত হয় ।

উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার/ প্রধান শিÿক/ সুপার সংশিস্নষ্ট মাধমিক বিদ্যালয়/ দাখিল মাদ্রাসা।

 

 

 

স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা 

 

সিংগীমারী ইউনিয়নের FWV  মোছাঃ রম্নকসানা বেগম জানান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়মিত সভা হচ্ছেনা। তিনি জানান FWC তে টয়লেট ও বার্থরম্নমের  সমস্যা রয়েছে।  এ সমস্যার সমাধানের জন্য এবংFWCএর আয় মোছাঃ ফজিলা বেগমকে বেতন প্রদানের জন্য  চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেন। সহকারী  স্বাস্থ্য পরিদর্শক জনাব আতিয়ার রহমান স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান গত ২১-২৭এপ্রিলে শিÿকদের সহায়তায় অত্র ইউনিয়নে ৫০৮৬জনকে কৃমির ট্যাবলেট খাওয়ানো হয়েছে এবং টিকাদানকেন্দ্রে ৪১জন শিশুকে  টিকা খাওয়ানো হয়েছে। ইএসডিও প্রতিনিধি মোছাঃ ঝরনা বেগম ২টি কমিউনিটি ক্লিনিকের কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা করেন। এছাড়া ও  ক্লিনিকের সভাপতিগন ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।            

 

উক্ত আলোচনা সর্বসম্মতিক্রমে গৃহিত   হয় এবং FWCএর আয়া মোছাঃ ফজিলা বেগম কে প্রতিমাসে ৪০০(চারশত) টাকা প্রদানের সিদ্ধামত্ম ও সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। 

 

চেয়ারম্যান/সংশিস্নষ্ট বিভাগের   কর্মকর্তা কর্মচারী/ ইউপি সদস্য /ইউপি সচিব।

 

 

 

 

 

 

কৃষি

অনুপস্থিত।

 

 

 

জনস্বাস্থ্য

অনুপস্থিত।

 

 

 

প্রাণী সম্পদ

অনুপস্থিত।

 

 

 

 

 

আইন শৃংখলা

 বিওপি কমান্ডার আইন শৃঙ্খলা সম্পর্কে বিসত্মারিত আলোচনা করেন। তিনি জানান বর্তমানে অত্র ইউনিয়নে চোরাচালান নেই বললেই চলে। তিনি চোরা চালান রোধের জন্য সকলের সহযোগীতা কামনা করেন। এরশাদ আলী কমান্ডার এবং ইউপি দফাদার মোঃ আজিমুদ্দিনও আইন শৃংখলা সম্পর্কে আলোচনা করেন।

উক্ত আলোচনা সর্বসম্মত ভাবে গৃহিত হয়।

 ইউপি সদস্য/গ্রাম  পুলিশও আনসার ভিডিপির সদস্য বৃন্দ ।

 

নারী ও শিশু

মোছাঃ সুমি আক্তার নারী ও শিশু সম্পর্কীত বিভিন্ন  দিক সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান আগামী মাসে জীবন দÿতা উন্নয়নের উপর একদিনের প্রশিÿণ অনুষ্ঠিত হইবে। তিনি বাল্য বিবাহ রোধের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

উক্ত আলোচনা সর্বসম্মত ভাবে গৃহিত হয়।

চেয়ারম্যান/সদস্যবৃন্দ সিংগীমারী ইউপি সহযোগীতায়ঃ  উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের ব্যক্তি বর্গ ।

 

স্যানিটেশন

(স্বাস্থ্য)

সভায় ইউনিয়ন WESPমোঃ নুরম্নন্নবী সরকার রানা জানান, স্কুল ও পরিবার ভিত্তিক স্বাস্থ্য অভ্যাস উন্নয়ন শিÿা প্রকল্পের আওতায় স্কুল গুলোতে পর্যায়ক্রমে স্টুডেন্ট কাউন্সিল(স্যানিটেশন) দলের অরিয়েন্টেশন করা হবে। এর পরে একনজরে ইউনিয়নের স্যানিটেশনের তথ্য জানার জন্য আগামী ২-১৭মে পর্যমত্ম মাঠ মনিটরিং করা হবে।

উক্ত আলোচনা সর্বসম্মত ভাবে গৃহিত হয়।

চেয়ারম্যান/সদস্যবৃন্দ সিংগীমারী ইউপি, wespসিংগীমারী ইউনিয়ন পরিষদ।

 

জন্ম  নিবন্ধন

সভায় জন্ম  নিবন্ধন সর্ম্পকে ব্যাপক আলোচনা হয়এবং  শিশু জন্মের পর তার অবিভাবককে জন্মনিবন্ধন করার জন্য  অনুরোধ করা হয় এবং প্রতিটি ওয়ার্ডে কর্মরত গ্রাম পুলিশগনকে পূর্বের ন্যায় দায়িত্ব পালনের  অনুরোধ করা হয়।

উক্ত আলোচনা সর্বসম্মত ভাবে গৃহিত হয়।

সংশিস্নষ্ট ওয়ার্ড   সদস্য/ইউপি সচিব / ওয়ার্ডের  গ্রাম পুলিশগণ।

 

 

বিভাগ/প্রতিষ্ঠান

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মাবায়ন/ব্যবস্থা গ্রহনে

 

গ্রাম উন্নয়ন কমিটি

ভিআরজি সভাপতি মোঃ জয়নাল আবেদীন শিশু বিকাশ কেন্দ্রের কা্র্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান, শিশু বিকাশ কেন্দ্র প্রিস্কুল এবং এসআইপি এর কার্যক্রম ভালভাবে চলছে ।  তিনি সকল স্কুলে খেলার উপকরন দেওয়ার জন্য অনুরোধ করেন।

 

উক্ত আলোচনা সর্বসম্মতিতে গৃহীত হয়

চেয়ারম্যান/সকল সদস্যবৃন্দ্ও গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি বৃন্দ।

 

 

 

 

গ্রাম আদালত

 

 

 

 

 

গ্রাম আদালতের সহকারী   মোছাঃ গোলাপী বেগম  গ্রাম আদালতের  মামলা সর্ম্পকে জানান, মোট মামলা ১৪৮টি,ফৌজদারী ১০৬টি এবং দেওয়ানী ৪২টি।  মিমাংশিত১৩৪টিচলমান ১৪টি । গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগীতা কামনা করেন।

 উক্ত আলোচনা সর্বসম্মতিতে গৃহীত হয়।

চেয়ারম্যান/সকল সদস্যবৃন্দ/ইউপি সচিব ।