ইউনিয়ন সাস্থ্য কেন্দ্রে কি কি ঔষধ ও সেবা পাবেন তার বিবরনী
ঔষধের তালিকাঃ
১। প্যারাসিটামল ট্যাবলেট।
২। প্যারাসিটামাল সিরাপ।
৩। এন্টাসিড ট্যাবলেট।
৪। মেট্রোনিডাজল
৫। কট্রিম
৬। পেনিছিলিন
৮। হিস্টাসিন
৯। সালবিউটামল
১০। ফেরাস আয়রন।
১১। ভিটামিন বি কমপ্লেক্স
১২। এলবেন্ডাজল ট্যাবরেট।
সেবা সমূহঃ
১। মা ও শিশুর সাধারন রোগের সেবা।
২। পরিবার পরিকল্পনার সেবা (খাবার বড়ি, কপারটি, জন্মনিরোধক ইনজেকশন, ইসিপি কন্ডাম, নর প্লান, স্থায়ী পদ্ধতি পুরুষ ও নারীর)।
৩। সাধারণ রুগীর সেবা ।
৪। গর্ভবতীর সেবা।
৫। গর্ভোত্তর সেবা।
৬। এম আর সেবা।
৭। বয়ঃসন্ধিকালীন সেবা।(কৈশোর প্রজন্ন স্বাস্থ্য সেবা)
৮। স্বাস্থ্য শিক্ষা মূলক সেবা।
৯। ইপিআই।
১০। প্রজনন তন্ত্রের যৌন বাহিত রোগের সেবা।
১১। ভিটামিন এ ক্যাপসুল বিতরন।
১২। ২৪ ঘন্টা নিরাপদ প্রসব কর্যক্রম।
১১। প্রয়োজনে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন(রেফার)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS